শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

কীসের ভয়ে টালিগঞ্জের বাড়ি ছেড়েছিলেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

কীসের ভয়ে টালিগঞ্জের বাড়ি ছেড়েছিলেন প্রসেনজিৎ

‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। তখনও তিনি পুরোদস্তুর নায়িকা হয়ে ওঠেননি। অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে। কয়েক দশক পর বড়পর্দায় ফিরেছে সেই জুটি। ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে প্রসেনজিতের বিপরীতে আবারও দেখা যাবে শ্রাবন্তীকে।

সত্তরের দশকের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ‘কাবেরী অন্তর্ধান’র গল্প। প্রেমকাহিনি হলেও সেই সময়কার কলকাতার উত্তাল রাজনীতি এবং সমাজের চিত্রটাও উঠে আসবে ছবিতে। ছবির প্রসঙ্গে বলতে গিয়ে ব‍্যক্তিগত জীবনের কিছু ঘটনাও উঠে আসে অভিনেতার স্মৃতিচারণে।


বিজ্ঞাপন


তখন প্রসেনজিৎ এবং তার বোন পল্লবী দুজনেই খুব ছোট। শহরে নকশাল আন্দোলনের সময়টা দেখেছেন ভাই-বোন। পরিস্থিতি সম্পর্কে তখন ধারণা না থাকলেও আবছা কিছু স্মৃতি রয়ে গেছে অভিনেতার। সেসময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, টালিগঞ্জের বড় বাড়িতে তা‌দের দুই ভাই-বোনকে নিয়ে একা থাকতেন মা রত্না চট্টোপাধ‍্যায়।

সন্ধ্যা হলেই লোডশেডিং হয়ে যেত সেসময়ে। অন্ধকারের মধ‍্যে গোটা পাড়া মাঝেমাঝেই সচকিত হয়ে উঠত বোমা, গোলাগুলির আওয়াজে। সমস্ত দরজা-জানালা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে দুই সন্তানকে নিয়ে থাকতেন রত্না।

প্রসেনজিৎ জানান, বাবা বিশ্বজিৎ চট্টোপাধ‍্যায় বেশিরভাগ সময়টাই শুটিংয়ের জন‍্য মুম্বাইতে থাকতেন। ওই বড় বাড়িতে একা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন রত্না। তারপরেই দুই ছেলেমেয়েকে নিয়ে দমদমে বাপের বাড়িতে এসে ওঠেন তিনি। সেখানে অনেক লোকের মাঝে নিরাপত্তা খুঁজে পেয়েছিলেন অভিনেতার মা।

এ সম্পর্কিত আরও খবর
পলিটিক্সের শিকার হয়েও প্রসেনজিৎ আজ মি. ইন্ডাস্ট্রি
‘পোয়েনজিৎ’ থেকে যেভাবে প্রসেনজিৎ হলেন
প্রসেনজিৎ-শাকিবকে দেখা যেতে পারে এক সিনেমায়

প্রসেনজিৎ এ-ও জানান, নকশাল আন্দোলন চলাকালীনই তাদের এক আত্মীয়ের মৃত‍্যু হয়েছিল। তখন রাজনীতি বুঝতেন না ছোট্ট বুম্বা। মতাদর্শ অনেক পরের কথা। পরে বড় হয়ে নকশাল আন্দোলনের কথা পড়েছেন তিনি। তখন সবটা বুঝতে পেরেছেন বলে মন্তব‍্য করেন প্রসেনজিৎ।

গত ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘কাবেরী অন্তর্ধান’। ছবিতে কাবেরীর ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী। অন‍্যদিকে এক শিল্পীর চরিত্রে দেখা মিলবে প্রসেনজিতের। এ ছাড়াও রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ‍্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ‍্যায় নিজেও।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর