খবরটি বোমার মতোই বিস্ফোরণ হলো কলকাতা থেকে। টলিউডের প্রযোজক রানা সরকার জানালেন, অভিনেতা জয়জিৎ ব্যানার্জী ও তার পরিবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ৩০ লাখ টাকা আত্মসাত করেছেন।
ঘটনার সূত্রপাত জয়জিতের ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে। এ অভিনেতা লিখেছেন, ‘এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর, সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সঙ্গে ছবি দেয়। আজব জীব।’
বিজ্ঞাপন
রানা সরকারকে উদ্দেশ্য করে এটা লেখেন জয়জিৎ। যদিও নাম উল্লেখ করেননি। লেখাটি পড়ে বেজায় চটে যান এ প্রযোজক। পাল্টা ফেসবুক স্ট্যাটাসে হাটে হাঁড়ি ভাঙেন তিনি।

রানা লেখেন, ‘মিথ্যাগুলো সামলাতে না পেরে আমাকে ব্লক করে দিলো জয়জিৎ ব্যানার্জী। আমি চ্যালেঞ্জ করলাম পালিয়ে গেল। ওর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। তারপরও বড় বড় কথা, আজব লোক। স্ক্রিনশটগুলো থাকলো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’
এই ফেসবুক স্ট্যাটাসে শাকিব খানকে ট্যাগ করেন রানা সরকার। তবে জয়জিৎ কারও নাম না করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু সেটাকে নিজের দিকে টেনে যেভাবে ব্যক্তি আক্রমণ করলেন, তা নেটিজেনদের অবাক করেছে।
বিজ্ঞাপন
আরএসও

