একটা সময় টলিউডের টেলিপাড়ার অন্যতম ‘হ্যাপেনিং কাপল’ ছিলেন সৌরভ-মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন মধুমিতা। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর।
সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর এখন ক্যারিয়ারই মধুমিতার জীবনের মূল ফোকাস। রীতিমতো নিজের ভোলবদলে একের পর এক ছবিতে কাজ করে চলেছেন তিনি। তবে বিচ্ছেদের এত বছর পেরিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে—মধুমিতা কি এখনও সিঙ্গেল? ভারতীয় একটি গণমাধ্যম তাকে এই প্রশ্নটিই করেছি। উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘আমি কাজের সঙ্গে কমিটেড। আর বিশ্বাস করুন আই হেট ম্যান (আমি পুরুষদের ঘৃণা করি)।’
বিজ্ঞাপন
গেল ২০২২ সালটা মধুমিতার ক্যারিয়ারের জন্য সুখকর ছিল। পরিকল্পনা অনুযায়ী কাজ করে গেছেন। এ কারণে খুশি তিনি। মধুমিতার কথায়, ‘২০২২ সালে যত পরিশ্রম করেছিলাম, এখন তার ফল পাওয়ার অপেক্ষা। জানুয়ারি মাসেই সেই ফল অবশ্য একটু একটু পেতে শুরু করেছি। ২০২২ সালটা যেমনভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক তেমন ভাবেই কেটেছে।’
কেমন পরিকল্পনা—জানতে চাইলে তিনি বলেন, ‘প্রচুর কাজ করতে চেয়েছিলাম। নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তেমনটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি। তবে মুড়ি-মুড়কির মতো সবই একধরনের কাজ করছি না। বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই ভাল লাগছে। সব ধরনের কাজের জন্য আমায় প্রচুর সময় দিতে হচ্ছে।’
বিজ্ঞাপন
এ সম্পর্কিত আরও খবর
দিওয়ালিতে নজর কাড়লেন মধুমিতা
শোকবার্তায় পেলের বদলে অন্যের ছবি, তোপের মুখে অভিনেত্রী
মধুমিতা শুধু টলিউডে কাজ করতে চান না। সামনে অন্য ভাষার, অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। সেভাবেই এগোচ্ছেন তিনি। জানা গেছে, একটি হিন্দি সিনেমায়ও কাজের কতা চলছে তার।
/আরএসও