শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

শোকবার্তায় পেলের বদলে অন্যের ছবি, তোপের মুখে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

শোকবার্তায় পেলের বদলে অন্যের ছবি, তোপের মুখে অভিনেত্রী

ফুটবল বিশ্বের কিংবদন্তিদেরও কিংবদন্তি পেলে। ফিফার বিবেচনায় তিনি সর্বকালের সেরা। আর অনুরাগীদের কাছে তো তিনি সম্রাট! বিশ্বখ্যাত এই ফুটবলার বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

তার চলে যাওয়ায় নড়ে উঠেছে বিশ্ব। বিভিন্ন অঙ্গনের মানুষজন সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শোকবার্তা লিখছেন। টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারও নেট দুনিয়ায় শোক প্রকাশ করেছেন পেলেকে নিয়ে। কিন্তু সেটাই তার কাল হয়েছে। কেননা পেলেকে নিয়ে দেওয়া শোকবার্তায় অন্য এক ফুটবলারের ছবি দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


নেট মাধ্যমে প্রথমে মধুমিতা একটি ছবি প্রকাশ করেন। সেখানে একদিকে বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে পেলে। পাশেই পেলে ভেবে দিয়ে বসেন ব্রাজিলের অন্য এক ফুটবলারের ছবি।সেই ফুটবলারের নাম ভিনিসিয়াস জুনিয়র। পেলের সঙ্গে তার মুখের বেশ মিল রয়েছে।

pele

মধুমিতা পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই নিজের ভুল বুঝতে পারেন। ওই খেলোয়াড়ের ছবি মুছে দেন তিনি। কিন্তু ততক্ষণ যা ঘটার ঘটে গেছে। রীতিমতো ভাইরাল হয়ে গেছে পোস্টটি। অনেকেই স্ক্রিনশট রেখে দিয়েছেন। মধুমিতার সংশোধিত পোস্টের মন্তব্যের ঘরে তা পোস্ট করে ধুয়ে দিচ্ছেন তাকে।

নেটিজেনরা তাকে ‘নির্বোধ মেয়ে’ বলে তিরস্কার করছেন। আবার কেউ লিখেছেন, ‘বাচ্চা ভিনিসিয়াসকেও মৃত ঘোষণা করে দিচ্ছেন, না জেনে সবকিছুতে ফুটেজ খেতে গেলে এটাই হয়।’ তবে এসব নিয়ে আর তর্কে জড়াননি মধুমিতা।


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পেলে। প্রায় একমাস ধরে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর