বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

মৃণাল চরিত্রে চঞ্চল যেমন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১১:৩০ এএম

শেয়ার করুন:

মৃণাল চরিত্রে চঞ্চল যেমন

ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত মুখার্জী। বায়োপিকের নাম রাখা হয়েছে ‘পদাতিক’। সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর কথা শুনে অনেকের কৌতূহল জেগেছিল, মৃণাল চরিত্রে কেমন লাগবে চঞ্চলকে?

এবার সেই কৌতূহল মেটাল ভারতীয় ম্যাগাজিন আনন্দলোক। ম্যাগাজিনটি মৃণাল চরিত্রে চঞ্চলের লুক প্রকাশ করেছে। সেইসঙ্গে মৃণাল সেনের স্ত্রীর গীতা সেনের চরিত্রে মোনামী ঘোষের লুকও মেলে ধরা হয়েছে।


বিজ্ঞাপন


chanchal chowdhury

মৃণাল সেনের তিনটি বয়সের লুক প্রকাশ পেয়েছে। এরমধ্যে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চলকে। সিগারেট হাতে ভাবুক মৃণাল হিসেবে চঞ্চলকে দেখে চমকে যেতেই হয়। কেননা এমন হুবহু অভিব্যক্তি প্রকাশ কমই দেখা গেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘চঞ্চল চৌধুরীর এই লুক যেন মৃণালের প্রতিবিম্ব।’

প্রবীণ মৃণালেও চঞ্চলের জুড়ি নেই। এর ক্যাপশনে লেখা হয়েছে, “প্রবীণ মৃণাল, ‘প্রবীণ’ চঞ্চল।” অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে। গীতা চরিত্রে মোনামী ঘোষকেও বেশ মানিয়েছে।

monmi


বিজ্ঞাপন


এদিকে ‘পদাতিক’ সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ পেতেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন চঞ্চল। এই পালে ১১ জানুয়ারি হাওয়া দিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। সেদিন তিনি ফেসবুকে ‘পদাতিকে’র পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে চঞ্চলের নামও লিখেছেন। বিশ্বের অন্যতম শক্তিশালী অভিনেতার শুভকামনা পেয়ে বেশ অনুপ্রেরণা পেয়েছেন পর্দার কালুয়া।

korok samanto

জানা গেছে, এরইমধ্যে ‘পদাতিকে’র কাজ শুরু হয়ে গেছে। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল। যোগ দবেন ‘পদাতিক’-এর টিমের সঙ্গে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর