শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

সরকারের কাছে তিশার জোর দাবি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

সরকারের কাছে তিশার জোর দাবি

বন্ধুদের বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন ফারাজ আইয়াজ হোসেন। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলার মুখে ফারাজের বীরত্ব ও ত্যাগ নিয়ে বলিউডে নির্মিত ‘ফারাজ’ মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির ৩ তারিখ সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। এটি পরিচালনা করেছেন হংসল মেহতা।

অন্যদিকে হোলি আর্টিজান ঘটনার আলোকে সিনেমা নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। আটকে থাকা এই ছবিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। বলিউডে এই ঘটনার আলোকে নির্মিত সিনেমা মুক্তি পাওয়ার কথা শুনে সামাজিক মাধ্যমে একটি পোস্ট লিখেছেন এ অভিনেত্রী। সরকারের কাছে ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেলে’র মুক্তির জোর দাবি তুলেছেন তিনি।


বিজ্ঞাপন


tisha

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে তিশা লেখেন, “ভারতে ফেব্রয়ারির ৩ তারিখে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ নামের একটা সিনেমা। যেটা হোলি আর্টিজান নিয়ে বানানো। চার বছর আগে একই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা একটা ছবি বানিয়েছি ‘শনিবার বিকেল’ নামে, যেটা আমাদের সেন্সর বোর্ড এখনও আটকে রেখেছে।”

এ সময় তিশা আরও লেখেন, “আমাদের চার বছর পর বানানো ফারাজ আমাদের আগে মানুষ দেখবে— কী অবিশ্বাস্য না? সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে জোর দাবি জানাই, ‘ফারাজ’ মুক্তির আগেই আমাদের নিজেদের ছবি ‘শনিবার বিকেলের’ মুক্তি নিশ্চিত করতে হবে।”

‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর