শত বিতর্ক ও দুয়োধ্বনি সত্ত্বেও শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনাটা দেখার মতো। কিং খান এবার তাদের সেই উন্মাদনা দিলেন আরও একধাপ বাড়িয়ে। বয়কট ও বিক্ষোভ পাশ কাটিয়ে প্রকাশ করেছেন ছবির ট্রেলার।
আড়াই মিনিটের ট্রেলারের শুরুটা ছিল এক মুখোশধারী অস্ত্রধারীকে দিয়ে। তাকে দেখে শাহরুখ মনে হতেই মুখোশ খুলে বেরিয়ে আসেন জন আব্রাহাম। আশাহত অনুরাগীদের চোখ তখন খুঁজে বেড়াচ্ছিল কিং খানকে। শাহরুখও ভক্তদের কৌতূহল ষোলআনায় মিটিয়ে দিয়েছেন। রক্তচক্ষু নিয়ে বেরিয়ে আসেন তিনি। ধুন্ধুমার অ্যাকশনে জমিয়ে দেন চারপাশ।
বিজ্ঞাপন
‘বেশরম রঙে’ আবেদনময়ী হয়ে বিতর্ক উসকে দিলেও ট্রেলারজুড়ে দেখা গেছে মারকুটে দীপিকাকে। চোখ ধাঁধানো লোকেশন, অ্যাকশন দৃশ্য, সংলাপ— সবমিলিয়ে বলা যায় আড়াই মিনিট পলক ফেলতে দেয়নি ‘পাঠানে’র ট্রেইলার।
ট্রেলার বলছে, জন আব্রাহাম একটি জঙ্গি সংগঠনের গুরুত্বপূর্ণ কেউ। ভারতে হামলার পরিকল্পনা করছিল সে। এই পরিকল্পনা ভেস্তে দিয়ে তার মুখোমুখি হয় শাহরুখ। তিনি এই ছবিতে অভিনয় করেছেন ভারতীয় এক স্পাইয়ের চরিত্রে। নাম ভূমিকায় আছেন তিনি।
ছবিটির শুটিংয়ের সময় থেকেই মুখিয়ে ছিলেন অনুরাগীরা। এই উন্মাদনা জিইয়ে রাখতে শাহরুখ একটু একটু করে উন্মোচন করছিলেন আবরণ। তারই ধারাবাহিকতায় প্রকাশ পায় মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমার গান ‘বেশরম রঙ’। গানটি শাহরুখ অনুরাগীরা লুফে নিলেও ক্ষোভে ফুঁসে ওঠে বিভিন্ন ধর্মীয় সংগঠন। তারা ছবিটি বয়কটের আহ্বান জানানোর পাশাপাশি শুরু করে বিক্ষোভ।
২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। শাহরুখের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। এটি মুক্তি পেয়েছে ২০১৮ সালে। চার বছর পর পাঠান হয়ে ফের পর্দায় আসছেন তিনি। ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ, দীপিকা, জন ছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, গৌতম রোড়ে, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। জানা গেছে, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা দেবেন সালমান খান। বিশেষ বলেই হয়তো ট্রেলারে দেখা যায়নি তাকে।
বিজ্ঞাপন
আরআর

