মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততই তীব্র হচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার বিরুদ্ধে আন্দোলন। সেন্সর বোর্ডের আপত্তির মুখেও পড়েছে ছবিটি। প্রায় দশটি দৃশ্যসহ অসংখ্য সংলাপ পরিবেশনের অযোগ্য মনে করছেন বোর্ড কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) একটি তালিকা প্রকাশ করেছে। ‘পাঠান’-এর কোন দৃশ্য ও সংলাপগুলো বাদ দিতে হবে— সেসব উল্লেখ করা হয়েছে সেখানে। ছবি থেকে ১০টি অশ্লীল সংলাপ ও দৃশ্য বাদ দিতে হবে বলে তালিকায় জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।
বিজ্ঞাপন
এদিকে ‘পাঠান’ বিতর্কের শুরু হয়েছিল দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনির মাধ্যমে। এর আগে সেন্সর বোর্ড যখন ছবিটির পরিবেশনে আপত্তি জানায় সেসময় অনেকের ধারনা ছিল, বিকিনির দৃশ্যগুলো হয়তো বাদ পড়বে। কিন্তু সেরকম হয়নি। বোর্ড প্রদত্ত তালিকার কোথাও নায়িকার বিকিনি বা তার রং বদলানোর নির্দেশ দেওয়া হয়নি।
১০ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’-এর ট্রেলার। এই ছবির মাধ্যমে চার বছর পর পর্দায় হাজির হতে যাচ্ছেন শাহরুখ। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। দীর্ঘদিন পর প্রিয় তারকার ছবি আসছে বলে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই।
কিং খানও এই উন্মাদনা জিইয়ে রাখতে একটু একটু করে উন্মোচন করছিলেন ছবিটির আবরণ। তারই ধারাবাহিকতায় প্রকাশ পায় মুক্তিপ্রতীক্ষিত এ সিনেমার গান ‘বেশরম রঙ’। তারপর থেকেই শুরু হয় বিতর্ক।
আরআর

