অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে রাজধানীর গ্রীণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
চঞ্চলের বাবার মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। নিজের ফেসবুকে এ খবর জানিয়ে খুশি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি,আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে, ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে, ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল ও তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য,তার নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।’
বিজ্ঞাপন
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন চঞ্চলের বাবা। ১৫ ডিসেম্বর তিনি প্রথম নেটদুনিয়ায় তার বাবার অসুস্থতার কথা জানান। সেসময় এ অভিনেতা লিখেছিলেন, ‘কয়েকটা দিন হলো বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায় আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’
তিনি আরও লিখেছিলেন, ‘কয়েক বছর আগ পর্যন্তও দুল মাস্টারের সন্তান হিসেবেই এলাকায় সবাই পরিচিত হতাম। বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি, এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে তোমার কেমন লাগে? বাবা কোনো উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছুক্ষণ তাকিয়ে ছিল। তার সেই গর্বিত মুখটা দেখে আমার চোখ দুটিও ঝাপসা হয়ে গিয়েছিল। সন্তানের সকল সফলতায় বাবা-মায়ের যে কী শান্তি, কী আনন্দিত তা আমি দেখেছি।’
চঞ্চল চৌধুরী পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন একজন শিক্ষক। তিনি পরিচিত ছিলেন দুল মাস্টার নামে।
আরআর

