রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসপাতালের বিছানায় অচেতন চঞ্চলের বাবা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

হাসপাতালের বিছানায় অচেতন চঞ্চলের বাবা

ক্যারিয়ারের সময়টা ভালো যাচ্ছে চঞ্চল চৌধুরীর। দুই বাংলায় তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ ডিসেম্বর) পশ্চিবঙ্গের ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার ‘হাওয়া’ সিনেমা।

এরপরও মন ভালো নেই চঞ্চল চৌধুরীর। কারণ, তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এ অভিনেতা।


বিজ্ঞাপন


চঞ্চল লিখেছেন, ‘কয়েকটা দিন হলো বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায় আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

ওই ফেসবুক লেখনিতে স্মৃতিচারণও করেছেন তিনি। চঞ্চল লিখেছেন, ‘বাড়ির উঠানেই স্কুল। বাবা সেই স্কুলের প্রধান শিক্ষক। যে কারণে স্কুলের মাঠ, গাছপালা, স্কুল ঘর, বইপত্র—সবকিছুকেই পৈত্রিক সম্পত্তি ভাবতাম। ছোটবেলায় যতটা ভালো ছাত্র ছিলাম, তার চেয়ে অনেক বেশি দূরন্ত ছিলাম। যদিও রোল নাম্বর সবসময়ই এক-দুই-তিনের মধ্যেই থাকত। একজন সৎ ও স্বনামধন্য শিক্ষক হিসেবে আমার বাবাকে এলাকার সবাই একনামে চিনতো, এখনও চেনে। যেকোনো জায়গায় গেলে বাবার ছেলে হিসেবেই বেশি সমাদর পেতাম।’

এ সম্পর্কিত আরও খবর
টলিউডে প্রস্তাব পেয়ে ব্যাটে-বলে হচ্ছে না: চঞ্চল
গোয়ায় দ্যুতি ছড়াচ্ছেন চঞ্চল-ফারিয়ারা
‘কারাগার-২’ মুক্তির তারিখ পেছানোয় চঞ্চলের মেজাজ খারাপ

তিনি আরও লেখেন, ‘কয়েক বছর আগ পর্যন্তও দুল মাস্টারের সন্তান হিসেবেই এলাকায় সবাই পরিচিত হতাম। বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি, এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে তোমার কেমন লাগে? বাবা কোনো উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছুক্ষণ তাকিয়ে ছিল। তার সেই গর্বিত মুখটা দেখে আমার চোখ দুটিও ঝাপসা হয়ে গিয়েছিল। সন্তানের সকল সফলতায় বাবা-মায়ের যে কী শান্তি, কী আনন্দিত তা আমি দেখেছি।’


বিজ্ঞাপন


চঞ্চল চৌধুরী পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর