মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষাধিক রুপির স্নিকার্স শাহরুখের, সস্তা বিকিনি দীপিকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

লক্ষাধিক রুপির স্নিকার্স শাহরুখের, সস্তা বিকিনি দীপিকার

বিরতি কাটিয়ে ‘পাঠান’ ছবির মাধ্যমে ফের বড়পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ খান। কিন্তু এই ছবির ‘বেশরম রঙ’ শিরোনামের গানটি প্রকাশ পেতেই সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক। কট্টরপন্থী হিন্দুরা এরইমধ্যে সিনেমাটিকে বয়কটের ডাক দিয়েছেন। শুধু তাই নয়, কিং খানতে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছেন অযোধ্যার এক সাধু। তাদের অভিযোগ, গানে দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরে হিন্দু ধর্মাবেগে আঘাত করেছে। কারণ, গেরুয়া রঙ হিন্দুদের কাছে পবিত্র।

মুসলিম ধর্মাবেগেও আঘাতের অভিযোগ উঠেছে ‘পাঠান’র বিরুদ্ধে। মধ্যপ্রদেশের উলামা বোর্ড জানিয়েছে, পাঠানরা মুসলিমদের মধ‍্যে অন‍্যতম সম্মানীয় শ্রেণি। ছবিতে ‘পাঠান’ শাহরুখ স্বল্পবসনা মেয়েরা অশ্লীলভাবে নাচ করছে। পাঠানদের ভুলভাবে দেখানো হচ্ছে ছবিতে।


বিজ্ঞাপন


এ সম্পর্কিত আরও খবর
মুসলিম ধর্মাবেগে আঘাতের অভিযোগ ‘পাঠান’র বিরুদ্ধে
‘পাঠান’ বয়কটকারীদের কড়া জবাব শাহরুখের
‘পাঠান ক‍্যাটারিং’ খুলবেন শাহরুখ!

গান নিয়ে তো বিতর্ক অনেক হলো। এবার আলোচনায় এসেছে গানে ব্যবহৃত শাহরুখ-দীপিকার পোশাক। শাহরুখের পায়ে যে সাদা-ধূসর স্নিকার্স ছিল সেটির দাম শুনলে চোখ কপালে উঠবে সবার। ডিস্কয়ারড-টু বাস্কেট মিডি-স্নিকার্সটির দাম ভারতীয় মুদ্রায় এক লাখ ১০ হাজার ৭০০ রুপি। অন্যদিকে এই গানেই দীপিকাকে সোনালি রঙের সুইম স্যুটে দেখা গিয়েছে। যেটির দাম ১২ হাজার রুপি। আবার এই গানেই শাহরুখকে যে সবুজ রঙের ফ্লোরাল অল সেন্টস ব্র্যান্ডের ফ্লোরাল শার্টে দেখা যাচ্ছে, সেটির দাম আট হাজার রুপি।

ছবিটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। আগামী বছর ২৫ জানুয়ারি প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। বয়কট হুমকির মাঝে এই সিনেমায় সফল হওয়াটা শাহরুখের জন্য এখন বড় চ্যালেঞ্জ।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর