মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘পাঠান ক‍্যাটারিং’ খুলবেন শাহরুখ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

‘পাঠান ক‍্যাটারিং’ খুলবেন শাহরুখ!

বলিউডে তিন দশক কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। তার ক্যারিয়ার শুরু হয়েছিল ছোটপর্দা দিয়ে। অথচ একদিন তিনে হয়ে গেলেন বড়পর্দার বাদশা। হাজারও বিতর্ক সত্ত্বেও যার জনপ্রিয়তা ম্লান হয় না। অগণিত ভক্তের কাছে তিনি কিং খান।

চার বছরের বিরতির অবসান ঘটিয়ে বড়র্প‍দায় ফিরতে চলেছেন শাহরুখ। ‘পাঠান’র পরেও আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার। তবে শাহরুখ জানান, তার নাকি মাত্র এক বছরই বিরতি নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সবকিছু ভেস্তে দেয় করোনা।


বিজ্ঞাপন


লকডাউন বিরতি আরও দীর্ঘায়িত করে। এমনকি শাহরুখ এ-ও জানান, ওই সময়টা তিনি বাড়ির সব কাজ করতেন। ঘর পরিষ্কার থেকে জামাকাড় ধোওয়া এমনকি রান্নাও শিখে গিয়েছিলেন। নায়ক জানান, ইটালিয়ান খাবার বানাতে শিখেছেন তিনি। লকডাউন তাকে শারীরিকভাবে ফিট করে তুলেছে।

এ সম্পর্কিত আরও খবর
‘পাঠান’র টিজারে রোমাঞ্চিত অনুরাগীরা
‘পাঠান’ বয়কটকারীদের কড়া জবাব শাহরুখের
দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরায় ‘পাঠান’ বয়কটের ডাক

কাতারে ফুটবল বিশ্বকাপ ফাইনালে হাজির হয়ে বিশেষ সাক্ষাৎকার দেন শাহরুখ। সেখানেই নিজেকে নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি অভিনেতা না হন তাহলে কী হতেন? কিং খান জবাব দেন, তিনি যদি কোনোদিন অভিনয় ছেড়ে দেন তবে ব‍্যবসার দিকে ঝুঁকবেন। এই বলেই মজা করে শাহরুখ জানান, পাঠান ক‍্যাটারিং বা বাজিগর বেকারি কিংবা দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে মিষ্টির দোকান খুলতে পারেন তিনি।

‘পাঠান’ মুক্তির আগেই বয়কটের ডাকে তোলপাড় বিভিন্ন মহল। একাধিক রাজ‍্যে শাহরুখের নামে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। অশ্লীলতার দায়ে কাঠগড়ায় তোলা হচ্ছে দীপিকা পাডুকোনকে। বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো ‘পাঠান’ নিষিদ্ধ করার দাবি তুলছেন। কিন্তু এসব নিয়ে মাথা ঘামানোরই চেষ্টা করছেন না কিং খান। তিনি ব‍্যস্ত নিজের কাজে।


বিজ্ঞাপন


/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর