বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সৃজিত-মিথিলার মাঝে তৃতীয় ব্যক্তি কে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

এই তো সেদিন গুঞ্জন উঠেছিল, ভেঙে যাচ্ছে সৃজিত-মিথিলার ঘর। এর ক’দিন পরেই এ দম্পতি গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান, এসব মিথ্যা, অটুট রয়েছে তাদের বন্ধন। সেই রেশ না কাটতেই তাদের মাঝে তৃতীয় ব্যক্তির উপস্থিতি স্পষ্ট হলো। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি সৃজিত-মিথিলার সঙ্গে এক অনুষ্ঠানে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা অনির্বাণ। এই ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন ‘পতি, পত্নী অওর উয়ো’। ক্যাপশন পড়ে আপনা আপনিই সন্দেহের উদ্রেক হয়। ইঙ্গিতপূর্ণ সম্বোধন করে কী বোঝাতে চাইছেন— সৃজিত এমন প্রশ্ন উঁকি দেয়। নেটাগরিকদের অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করছেন।


বিজ্ঞাপন


তবে এ নিয়ে নেটিজেনদের দুশ্চিন্তাগ্রস্ত না হলেও চলবে। কেননা ‘উয়ো’ নিয়ে ধোঁয়াশা থাকলেও ক্যাপশনটি যে সৃজিত মজার ছলে দিয়েছেন তা স্পষ্ট। আর অনির্বাণের সঙ্গে সৃজিতের সম্পর্ক পুরোনো।

একাধিক সিনেমায় কাজ করেছেন তারা। সৃজিতের পরিচালনায় ‘শাহজাহান রিজেন্সি’, ‘ভিঞ্চি দা’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘গুমনামী’তে দেখা গেছে তাকে। ওই জায়গা থেকে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া খুব নতুন কিছু নয়। আর স্ত্রী মিথিলার সঙ্গে সৃজিতের ছবি দেখা যাবে সেটাই তো স্বাভাবিক।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন