ধারণা করা হচ্ছিল, জন্মদিনে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার টিজার প্রকাশ করা হবে। সেটাই সত্যি হলো। প্রকাশ পেয়েছে অ্যাকশনে ভরপুর এক মিনিট ২৪ সেকেন্ডের টিজারটি।
টিজারে অন্য এক শাহরুখের দেখা মিলেছে। সিক্সপ্যাক আর লম্বা চুলের নতুন লুকে হাজির হয়েছেন কিং খান। টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে আগ্রহের পারদ চড়ছে।
বিজ্ঞাপন
সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “এটি ‘পাঠান’ শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ। এটি এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের টিজার নাকি বক্স অফিসে আগুন লাগার পূর্বাভাস তা দেখার অপেক্ষায় সবাই।”
টিজারটির মাধ্যমে ভক্তরা পাঠানের ভিএফক্স, মিউজিক এবং তাদের প্রিয় তারকা শাহরুখের নতুন লুক দেখেছে। এই স্পাই থ্রিলারের মাধ্যমে শাহরুখ নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে। শাহরুখ খান তার লম্বা চুলে বেশ রুক্ষভাবে পর্দায় এসেছেন। টিজারে তার দুর্দান্ত এন্ট্রি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক ভক্তদের রোমাঞ্চিত করেছে। সেই সঙ্গে দীপিকা পাডুকোনের গ্ল্যামার ও অ্যাকশন এবং জন আব্রাহামের খলনায়ক লুক বেশ ধুন্ধুমার এক প্রতিযোগিতার আভাস দিচ্ছে। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
/আরএসও

