রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিশার মৃত্যুতে কি সুশান্তের হাত ছিল—জানাল সিবিআই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

দিশার মৃত্যুতে কি সুশান্তের হাত ছিল—জানাল সিবিআই

বছর দুয়েক আগে সুশান্ত সিং রাজপুত-মৃত্যু মামলার নিস্পত্তি এখনও হয়নি। ২০২০ সালের জুন মাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় এই বলিউড অভিনেতার। কিন্তু তার মৃত্যুর কারণ আজও ধোঁয়াশা থেকে গেছে। তবে মামলা সংক্রান্ত অন্য একটি রহস্যের সমাধান করল ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। প্রয়াত অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলার সমাধান করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সুশান্তের মৃত্যুর সপ্তাহখানেক আগে রহস্যজনক মৃত্যু হয় দিশার। বলিউডে ট্যালেন্ট ম্যানেজার হিসাবে বেশ নাম ছিল তার। শুধু সুশান্ত নয়, আরও বেশ কয়েকজন তারকার ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন দিশা। কিন্তু তার মৃত্যুর কয়েকদিন পরেই সুশান্তের মৃত্যুতে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না—তা ভাবিয়ে তোলে তদন্তকারীদের।


বিজ্ঞাপন


>>> আরও পড়ুন: পরের জন্মে ‘কুকুর’ হতে চান বরুণ ধাওয়ান
>>> আরও পড়ুন: তাহলে এই কারণে ভেঙে গিয়েছিল অক্ষয়-প্রিয়াঙ্কা জুটি

দিশার মৃত্যু হয় ২০২০ সালের ৮ জুন। জানা গিয়েছিল, মুম্বাইয়ের মালাডের একটি বহুতলের ১৪ তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। দিশার মৃত্যুতে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের না হলেও সুশান্ত-মামলার সূত্রেই ওই বিষয়েও তদন্ত করেছিল সংস্থাটি। অভিযোগ উঠেছিল, খুন করা হয়েছে দিশাকে।

কিন্তু দুবছর পর এই মামলায় সমাধান বের করেছে সিবিআই, যেখানে খুনের কোনো উল্লেখ নেই। সিবিআইয়ের দাবি, দিশার মৃত্যু নেহাতই একটা দুর্ঘটনা। জন্মদিনের আগে নিজের ফ্ল্যাটে পার্টি দিয়েছিলেন তিনি। মৃত্যুর দিন পার্টি চলছিল তার ফ্ল্যাটে। মদ্যপ অবস্থায় ছিলেন দিশা। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ তলা থেকে পড়ে যান তিনি।

অভিযোগ উঠেছিল, মৃত্যুর আগে শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছিলেন দিশা। কিন্তু সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, তদন্তে এমন কোনো সূত্রই উঠে আসেনি, যা থেকে প্রমাণ হয় যে দিশাকে হেনস্তা করা হয়েছিল বা এর মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। সেইসঙ্গে এ-ও দাবি করা হয়েছে, সুশান্ত ও দিশার মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্রই নেই। যদিও সুশান্তের মৃত্যু নিয়ে এখনও কোনো কিছুই খোলাসা করেনি সিবিআই।


বিজ্ঞাপন


/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর