সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

জায়েদের আর কোনো সুযোগ নেই: ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

জায়েদের আর কোনো সুযোগ নেই: ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের বিষয়ে আদালত চূড়ান্ত রায় দেননি। জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপাতত দায়িত্ব পালন করতে পারবেন নিপুণ

এ খবর পেতেই আনন্দের জোয়ার বইছে কাঞ্চন-নিপুণ শিবিরে। আনন্দ ভাগ করে নিতে শিল্পী সমিতির সদস্যরা আজ সোমবার এক হন বিএফডিসিতে। এ উপলক্ষে বিকেল তিনটায় সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জায়েদ খানের আর সাধারণ সম্পাদক পদটি ফিরে পাওয়ার সুযোগ নেই বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

জায়েদ খানের আবার পাল্টা রিট বা মামলায় এই পদে ফিরে আসার সম্ভাবনা আছে কি না— জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছে। এখন জায়েদকে এই পদে আসতে হলে জাতিসংঘে যেতে হবে৷ এ ছাড়া তার আর কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৯ মাস ধরে অনেক কিছু হয়েছে। এসব নিয়ে আর কথা চাই না। আমরা সবাই শিল্পী হয়ে সমিতির জন্য, শিল্পীদের জন্য কাজ করে যেতে চাই। নিপুণ এখন থেকে নিয়মিত এই পদে কাজ করবে। আজ থেকে আমাদের শক্তিটা বেড়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন। আরও ছিলেন আরমান, জেসমিন, ডি এ তায়েব, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকেই।


বিজ্ঞাপন


তবে জায়েদ খান বিষয়টি এভাবে দেখছেন না। আদালতের এ রায় চূড়ান্ত নয় বলে মনে করছেন। রায়ের পরই এ মন্তব্য করেন তিনি। জায়েদ বলেন, ‘আদালত চূড়ান্ত রায় দেননি। নিপুণ আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তা গ্রহণ করেছেন আপিল বিভাগ। বিষয়টি নিয়ে ভুল ব্যাখা হচ্ছে। চলতি সপ্তাহে বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে। আশা করি, পরিশেষে সত্যের জয় হবে।’

তিনি আরও বলেন, ‘আদালত নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এখন শুনানি হবে। আমি শুনানির প্রস্তুতি নিচ্ছি। আমি বিশ্বাস করি শুনানিতে রায় আমার পক্ষে আসবে কারণ আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।’

সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে নিপুণের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তখন জায়েদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনেন নিপুণ।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর