নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ বছর উৎসবটির ৫৩তম আসর বসতে চলেছে। মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে বিভিন্ন দেশের চলচ্চিত্র। এবার এই প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে আছে বাংলাদেশের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’। ফেস্টিভ্যালের আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে ছবিটি। এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা আকরাম খান।
তিনি জানান, ২৫ নভেম্বর সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। উৎসবে অংশ নিতে ২৪ নভেম্বর নির্মাতার সঙ্গে জয়া আহসান, সেঁওতিসহ সিনেমাটির অন্য অভিনয়শিল্পীরা গোয়ায় পৌঁছাবেন। উৎসব শেষে ২৮ নভেম্বর ঢাকায় ফিরবেন তারা।
বিজ্ঞাপন
প্যারিসের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ফিল্ম, টেলিভিশন অ্যান্ড অডিওভিজ্যুয়াল কমিউনিকেশনের (আইসিএফটি) সঙ্গে যৌথভাবে প্রতিবছর একটি চলচ্চিত্রকে পুরস্কৃত করে ইউনেসকো গান্ধী মেডেল। এবার এ পুরস্কারের জন্য ‘নকশিকাঁথার জমিনে’র সঙ্গে প্রতিযোগিতা করছে ভারতের ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘নানু কুসুমা’ ও ‘সাউদি ভেল্লাকা’, তাজিকিস্তানের ‘ফরচুন’, বুলগেরিয়ার ‘মাদার’, কানাডার ‘হোয়াইট ডগ’, ইরানের ‘নারগেসি’, ব্রাজিল-পর্তুগালের ‘পালোমা’।
ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৮ নভেম্বর। সমাপনীর দিনই জানিয়ে দেওয়া হবে আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেল জয়ী ছবির নাম।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘নকশিকাঁথার জমিন’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে মুক্তিযুদ্ধকালীন গল্প তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি, ইরেশ যাকের ও রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
আরআর

