নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর উৎসবটির ৫৩তম আসর বসতে চলেছে। মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথি হিসেবে। এই তালিকায় রয়েছে ঢালিউড অভিনেত্রী জাহারা মিতুর নাম। খবরটি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন মিতু মিজেই।
মিতু বলেন, ‘২০ নভেম্বর থেকে চলচ্চিত্র উৎসবটি শুরু হবে। আমার এখন সিনেমার শুটিং চলছে। ২২ তারিখ পর্যন্ত টানা শুটিং চলবে। ২৩ তারিখ আমি বিশ্রাম নিয়ে ২৪ তারিখ দিল্লি যাব। সেখান থেকে গোয়া পৌঁছাব ২৫ তারিখ। অর্থাৎ ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আমি চলচ্চিত্র উৎসবটিতে যোগ দিতে পারছি।’
বিজ্ঞাপন

এই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথির মর্যাদা পেয়ে মিতু বেশ উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার জন্য এটি অনেক বড় একটি পাওয়া। কেননা ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাকে অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয়েছে যেন আমি বাংলাদেশকে সেখানে উপস্থাপন করতে পারি। এছাড়া সেখানে অনেক প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীরা থাকবেন। তাদের সঙ্গে মত বিনিময় করতে পারব। উৎসবে অনেকগুলো ভিনদেশী ছবি প্রদর্শন করা হবে। সেগুলো দেখার সুযোগ হবে। আন্তর্জাতিক অঙ্গনে কোন ধরনের সিনেমা কেমন করছে— সে বিষয়েও ধারণা হবে। এই অভিজ্ঞতা আমার পরবর্তী সিনেমায় কাজে লাগাতে পারব। এছাড়া সবার সঙ্গে আমার একটা যোগাযোগ থাকবে। আমি চাইব, আমার ছবি নিয়ে যেন পরবর্তী আসরে দাঁড়াতে পারি।’
এদিকে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণপত্রের একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে মিতু লিখেছেন, আরও একটি আন্তর্জাতিক ডাক…
জাহারা মিতু ব্যস্ত আছেন ‘আগুন’ সিনেমা নিয়ে। ছবিটির শেষ ধাপের দৃশ্যধারণের কাজ চলছে এখন। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন শাকিব খানের সঙ্গে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে মিতুর ‘জয় বাংলা’ সিনেমাটি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরী।
বিজ্ঞাপন
আরআর

