শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ঢাকা

কর দিয়ে ঢাকার অনুষ্ঠানে অংশ নিতে হবে নোরাকে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

কর দিয়ে ঢাকার অনুষ্ঠানে অংশ নিতে হবে নোরাকে

কয়েকদফা নাটকীয়তার পর বলিউড তারকা নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিং হবে। একদিনের বেশি শুটিং করতে পারবেন না তিনি। এর বাইরে আর কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না এই আটেম ড্যান্সার।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, কর না দিয়ে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না নোরা। এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য সব খরচ তথা, বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এমতাবস্থায় রাজস্ব আহরণের স্বার্থে নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি শিল্পীদের শুটিংয়ে অংশগ্রহণের জন্য উৎসে আয়কর প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ করা হলো।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর