ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল সিং। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বেশ কিছুদিন ধরেই সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন কোয়েল। পরে তার ডেঙ্গু পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় অসুস্থবোধ করলে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। তবে সেখানে ভর্তি হতে হয়নি। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বাড়ি নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
এদিকে প্রিয় গায়কের স্ত্রীর অসুস্থতার সংবাদ শুনে উদ্বিগ্ন অরিজিতের অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কোয়েলের সুস্থতা কামনা করেছেন। তবে এ বিষয়ে মুখ খোলেননি এ গায়ক।
পারিবারিক সূত্রে জানা গেছে, আপাতত অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে বসেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন তার স্ত্রী। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
নামীদামি গায়ক হয়েও বিলাসী জীবন যাপন এড়িয়ে চলেন অরিজিৎ। নিজের সন্তানদেরও ভর্তি করেছেন স্থানীয় স্কুলে। স্ত্রী-সন্তান নিয়ে বাস করেন জিয়াগঞ্জের বাড়িতে। নিজের এলাকা নিয়ে বেশ ভাবেন এ গায়ক। সেই ভাবনা থেকে জিয়াগঞ্জে ইংরাজি শেখার জন্য বিনামূল্যে কোচিং সেন্টার খুলতে চেয়েছিলেন তিনি।
আরআর