মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলচ্চিত্রে ফিরতে এমন গল্প খুঁজছিলেন মৌসুমী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

চলচ্চিত্রে ফিরতে এমন গল্প খুঁজছিলেন মৌসুমী

এখন আর তেমন একটা চলচ্চিত্রে অভিনয় করেন না চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘদিন পর এ নায়িকার ‘দেশান্তর’ নামের একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। ১১ নভেম্বর মুক্তি পাবে এটি।

সিনেমাটি সম্পর্কে মৌসুমী গণমাধ্যমকে বলেন, “সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমার বাঁকবদল হয়েছে। তাই বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য যে ধরনের গল্প ও চরিত্র খুঁজছিলাম, তা পেয়েছি ‘দেশান্তর’ ছবিতে। তাই আনন্দ নিয়েই এ ছবিতে কাজ করেছি।”


বিজ্ঞাপন


Mousumi

তিনি আরও বলেন, “দেশভাগ আর মানবিক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। আমরা এর আগে বিভিন্ন ছবিতে দেখেছি, দেশে কোনো বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়কে অন্য ভূখণ্ডে চলে যেতে। কিন্তু সবাই তো দেশ ছেড়ে যাননি। কেউ কেউ অন্য সম্প্রদায়ের সঙ্গে থেকে গেছেন। সহিংসতার পর দেশে থেকে যাওয়া সেইসব মানুষের গল্পই বলা হয়েছে ‘দেশান্তর’ ছবিতে। পরিচালক আশুতোষ সুজন উপস্থাপনায় মুনশিয়ানার ছাপ রেখেছেন। ছবি দেখার পর দর্শকও সে কথা স্বীকার করবেন বলে আমার বিশ্বাস।”

এতে মৌসুমীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আহমেদ রুবেল, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর প্রমুখ। এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর