ওমর সানি-জায়েদ খান দ্বন্দ্ব মানুষ প্রায় ভুলতে বসেছে। সানি-মৌসুমীর মধ্যাকার দুরত্ব সৃষ্টির গুঞ্জন এবং তার সমাধানের সংবাদের রেশও মুছতে বসেছে জনমন থেকে। এক টেবিলে বসে খাবার খাওয়ার ছবি প্রকাশ করে সানিও জানিয়েছিলেন, তারা ভালো আছেন।
তবে ভালো নেই প্রিয়দর্শিনী মৌসুমী। অন্তত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার লেখাগুলো দেখে এমনটাই ধারণা করা যায়। স্পষ্ট অভিমানের ছাপ রয়েছে সেখানে।
বিজ্ঞাপন
নিজেকে শামুকের মতো গুটিয়ে নিয়েছেন মৌসুমী। এমনটা উল্লেখ করে বুধবার (২২ জুন) ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’
তবে নিজস্ব অভিমানের রাজ্যে বাস করেও মৌসুমীর মন কাঁদছে বানভাসিদের জন্য। তিনি লিখেছেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাব, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’
চড় ও পিস্তল-কাণ্ডের পর থেকেই এমন চাপা ক্ষোভ ফুটে উঠছে মৌসুমির লেখায়। এর আগে (১৭ জুন) নিজেকে অভিমানী উল্লেখ করে তিনি লিখেছিলেন, ‘খুব চেষ্টা করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম।’
সপ্তাহ না যেতে আবারও অভিমানের মেঘ উঁকি দিল মৌসুমীর লেখায়। তবে প্রিয় তারকার এমন লেখা পড়ে মন্তব্যের ঘরে অনুরাগীদের অনেকেই শুভকামনা রেখে গেছেন।
বিজ্ঞাপন
আরআর

