মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চঞ্চলে মুগ্ধ রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

চঞ্চলে মুগ্ধ রাজ চক্রবর্তী

কলকাতায় শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার উদ্বোধন হয় উৎসবের। এ দিন নন্দন-১ এ প্রদর্শিত হয় ‘হাওয়া’ সিনেমাটি। টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও তার স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলিও সিনেমাটি দেখেছেন। পরে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুগ্ধতার কথা। ছবির অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে সস্ত্রীক তোলা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

রাজ লিখেছেন, “কাল নন্দন-এ চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখে মুগ্ধ। অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন এবং যার কথা সব থেকে বেশি বলতে হয়, তিনি চঞ্চল চৌধুরী। তিনি আসলেন, অভিনয় করলেন এবং জয় করে নিলেন আমাদের মন। পুরো কাস্ট-ক্রুকে ধন্যবাদ অসাধারণ এই ছবি তৈরির জন্য।”


বিজ্ঞাপন


ছবির মন্তব্যের ঘরে পশ্চিমবঙ্গের অনেক মানুষ বাংলাদেশের সিনেমা, ওয়েব কনটেন্টের প্রশংসা করেছেন। সেইসঙ্গে, নিয়মিত কলাকতায় বাংলাদেশের ছবি দেখার সুযোগ চান তারা।

রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিকস এবং পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এ ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর