মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ঢাকা

উপকূলবাসী যখন কাঁদছিলেন পরী তখন কেক কাটছিলেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১০:০৩ এএম

শেয়ার করুন:

উপকূলবাসী যখন কাঁদছিলেন পরী তখন কেক কাটছিলেন

পরীমণি যখন তার জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন প্রায় এক শ কিলোমিটার গতিতে ধেয়ে আসছিল ঘূর্ণিঝড় সিত্রাং। আশ্রয়কেন্দ্রের ছয় লাখ মানুষ যে মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে নিশ্চিন্তে কেক কেটেছেন তিনি। ইতিহাসে বলা হয়, রোম নগরী যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখন বাঁশি বাজাচ্ছিলেন নিরো। ৬৪ খ্রিষ্টাব্দের নিরো যেন এই সময়ে এসে পরীমণি হয়ে ধরা দিলেন।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পরীর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। প্রতিবারের মতো এবারও আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন আত্মীয়-স্বজন, সহকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা অনুষ্ঠানে হাজির হন।


বিজ্ঞাপন


Pori

রাত ৮টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সাড়ে ১০টার দিকে শুরু হয়। শান্তির বার্তা দিতে এবার সাদা পোশাক পরেন পরী। পায়রা রূপে পোশাকটি নকশা করেন জেমি। মঞ্চও সাজানো হয় সাদা রংয়ে পায়রার পালকের আদলে। ঘূর্ণিঝড়কে বুড়ো আঙুল দেখিয়ে পুত্র রাজ্য, স্বামী রাজ ও নানাকে নিয়ে কেক কাটেন তিনি। 

শুধু তাই নয়, নেচে-গেয়ে জন্মদিন জমিয়ে তোলেন নায়িকা। এ সময় তার জীবনের ওপর নির্মিত একটি ডকু ফিকশন প্রদর্শিত হয়। এতে রাজের সঙ্গে প্রেমসহ অজানা কিছু কথা সবার ভাগাভাগি করে নেন। এটি নির্মাণ করেছেন পরী নিজেই। এর দৈর্ঘ্য ছিল ১৫ মিনিট।

Raj-pori


বিজ্ঞাপন


দুর্যোগ উপেক্ষা করে অতিথিরা জন্মদিনে হাজির হওয়ায় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি পরী। তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাছের মানুষেরা যে আমার জন্মদিনে এসেছেন, সেজন্য আমি হ্যাপি। হ্যাপি বার্থ ডে টু মি।’

অনুষ্ঠানে পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান উন্মুক্ত করা হয়। এ সময় ছবির পরিচালক আবু রায়হান জুয়েল, সিয়াম আহমেদসহ সিনেমার টিম উপস্থিত ছিলেন।

এদিকে জানা গেছে, আগামী বছর থেকে এভাবে ঘটা করে জন্মদিন পালন করবেন না পরী। একরত্তি ছেলের জন্মদিনটা বড় করে পালন করতে চান। 

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর