মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দাম্পত্য জীবনের ২৭ বছর

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

দাম্পত্য জীবনের ২৭ বছর
 

চলচ্চিত্রের সর্বজনগৃহীত আদর্শ দম্পতি ওমর সানি-মৌসুমী। ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সেই হিসাবে আজ তাদের দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ হলো।


বিজ্ঞাপন


বিবাহবার্ষিকী উপলক্ষে ওমর সানি ফেসবুকে স্ট্যাটাসে মৌসুমীর সঙ্গে বাকি জীবন একসাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি লিখেছেন, ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন। শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।’

মৌসুমীকে নিয়ে সানি বলেন, ‘মৌসুমী একজন পরিপূর্ণ মানুষ। সে যেমন নায়িকা তেমনি স্ত্রী-মা হিসেবেও অসাধারণ। বাবার বাড়ি বা শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যের খবর রাখে সে। সবার সুখ-দুঃখের অংশীদার হয়। সমাজসেবক হিসেবেও সে সফল মানুষ। আমার সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এককথায় মৌসুমীই আমার জীবনের সব।’

তবে মৌসুমীর কাছে মনে হয়, এই তো সেদিন তিনি বিয়ে করেছেন। তার ভাষায়, ‘বিবাহবার্ষিকী এলে আজও মনে হয়, এই তো সেদিন বিয়ে করলাম। কবে, কখন এতটা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: তাদের সংসার কি ভাঙছে—প্রশ্ন অনুরাগীদের

সংসার জীবন সুখের করতে পারস্পরিক বিশ্বাস মূল মন্ত্র বলে মনে করেন মৌসুমী। তিনি বলেন, ‘সবকিছুই ম্যানেজ করা যায়, কিন্তু সম্পর্কের ছন্দপতন খুব একটা করা যায় না। সম্পর্ক বেঁচে থাকে পরস্পরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধায়। এটাও ঠিক, শুধু দাম্পত্যে নয়, যে কোনো সম্পর্কেই বিশ্বাস ও শ্রদ্ধা থাকতে হবে।’

আরও পড়ুন: মৌসুমী আর আমি একসঙ্গে আছি: ওমর সানি

ওমর সানি-মৌসুমী জুটি হিসেবে প্রথম অভিনয় করেন দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমায়। সেটি ১৯৯৪ সালের কথা। এরপর তারা উপহার দিতে থাকেন একের পর এক সুপারহিট চলচ্চিত্র। এ জুটি খুব দ্রুত দর্শকের প্রিয় জুটিতে পরিণত হয়।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর