ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গায়ক স্পষ্ট করে জানিয়েছেন, তিনি নতুন কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হবেন না।
আবেগঘন পোস্টে অরিজিৎ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ নেব না। এই সংগীত যাত্রা অত্যন্ত চমৎকার ছিল।
অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্তরা চরমভাবে মর্মাহত। সামাজিক মাধ্যমে অনেকেই এই সংবাদটিকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের মতো বড় ধাক্কা হিসেবে তুলনা করেছেন। ভক্তদের একাংশ তাঁর 'তুম হি হো', 'বিনতে দিল' বা 'কেসারিয়া'র মতো কালজয়ী গানগুলোর কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও ভক্তদের আশ্বস্ত করেছেন সুরকার ও সংগীত প্রযোজক হিসেবে তিনি সংগীত জগতের সঙ্গেই থাকবেন।
২০০৫ সালে 'ফেম গুরুকুল' রিয়ালিটি শোর মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী ২০১১ সালে 'মার্ডার ২' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। এরপর দুই দশকেরও কম সময়ে তিনি জয় করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০২৫ সালে মর্যাদাপূর্ণ 'পদ্মশ্রী' পদক।

