কণ্ঠ দিয়ে শ্রোতাদের এক সুতায় বেঁধেছেন অরিজিৎ সিং। বাংলা হিন্দি দুই ভাষাতেই তার সুরের রাজত্ব। এবার ভারতীয় গায়ক ও সংগীত পরিচালক অমাল মালিকের দাবি, অরিজিতের ক্যারিয়ার ধ্বংসে করা হয়েছিল ষড়যন্ত্র।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমাল জানান, অরিজিৎকে টেনে নামাতে জোট বেঁধেছিল চক্র। তার সংগীত জীবন ধ্বংস করতে মেতেছিল ষড়যন্ত্রে।
বিজ্ঞাপন
তার কথায়, “যার ওপর ঈশ্বর ও পরিবারের আশীর্বাদ রয়েছে, যিনি ভালো কর্ম করেন, তাকে কেউ থামাতে পারবে না। আমি জানি না অরিজিৎ কী দিয়ে তৈরি। তবে এটুকু বলতে পারি, তিনি ঈশ্বরের খুব কাছের।”
অরিজিৎকে প্রশংসায় ভাসিয়ে অমাল বলেন, “কারও কাছে অরিজিতকে কিছু প্রমাণ করতে হবে না। তার সঙ্গে একটা জায়গায় নিজের মিল খুঁজে পাই। অর্থ আমাদের কিনতে পারবে না। এক কোটি টাকা দেওয়া হলে তিনি সেই অর্থ ফেরত দিয়ে বলবেন, ‘আমাকে একটা সুন্দর গান গাইতে দিন’। গান পছন্দ না হলে তিনি গাইতে চান না। এই জন্য বহু গীতিকার ওঁর উপর চটে যান।”
শুধু অরিজিৎ না, বলিউড তারকা কার্তিক আরিয়ানকে নিয়েও কথা বলেছেন অমাল। তিনি দাবি করেছিলেন, অভিনেতা কার্তিক আরিয়ানের পরিণতিও হবে সুশান্তের মতোই। তাঁকে নিয়েও নানা ষড়যন্ত্র হয়।

