মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কেয়া পায়েলের ভালোবাসার মালা গলায় পরলেন খায়রুল বাসার! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

কেয়া পায়েলের ভালোবাসার মালা গলায় পরলেন খায়রুল বাসার! 

‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে মেহরিন ও সামিরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুখে মুখে খায়রুল বাসার ও কেয়া পায়েলের নাম। পর্দায় তাঁদের রসায়ন দেখে অনেকেই ধারণা করছেন বাস্তবেও সম্পর্কে মজেছেন তারা। সে জল্পনার মধ্যে এবার কেয়া পায়েলের ভালোবাসার মালা গলায় জড়ালেন খায়রুল বাসার!

ঘাবড়ানোর কিছু নেই। সম্প্রতি নিজের ফেসবুকে ‘এটা আমাদের গল্প’ নাটকের শুটিং সেট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন কেয়া পায়েল। ভিডিওতে দেখা যায়, তিনি অজগর সাপের আকৃতির একটি মাফলার নিজের গলায় জড়িয়েছেন। ভিডিওতে অভিনেত্রী বলতে শোনা যায়, ‘এই শীতে মাফলার যদি এমন হয় তাহলে শীত তো ভয়ে আসবে না।’ 

image

এরপর হাসি মুখে নিজের মতামতের সত্যতা জানতে চান খায়রুলের কাছে। তিনিও অভিনেত্রীর সঙ্গে সায় দিয়ে বলেন, ‘একদম ঠিক। অজগর পায়েল’ এরপর নিজের গলা থাকা মাফলারটি অভিনেতার গলায় জড়িয়ে দেন কেয়া পায়েল। এ সময় খায়রুলকে বলতে শোনা যায়, ‘এটা হচ্ছে মেহরিন ও সামিরের পরিবারের নতুন সদস্য।’

ভিডিওর ক্যাপশনের কেয়া পায়েল লিখেছেন, ভালোবাসার মালা। সে ভালোবাসার মালা খায়রুল বাসারের গলায় দিতেই মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজনরা। একজন লিখেছেন, ‘বাস্তব জীবনে বাসার (খায়রুল বাসার) আমাদের দুলাভাই হলে সব থেকে বেস্ট হইতো।’ অন্য একজন লিখেছেন, ‘ভবিষ্যতে জামাই-বউ’। ভক্তদের এমন মন্তব্যের জবাবে, হা হা প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।


ইএইচ/ আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর