পায়েল সরকারের প্রেম-ভাগ্য খুব একটা সুখকর নয়। অন্তত তাঁর প্রেমের খতিয়ান দেখলে তেমনটাই আন্দাজ করা যায়। সিনেমার ক্যারিয়ার শুরু থেকে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই টলিউড নায়িকা।
সবশেষ চলচ্চিত্র পরিচালক আবির সেনগুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন পায়েল। সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই তাঁরা একে অপরের কাছে আসেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাদের। ঠিক কী কারণে দুজনের পথ বেঁকে গেছে সেটা অজানা।
বিজ্ঞাপন
তবে সম্পর্ক ভাঙা নিয়ে খুব একটা মাথা ঘামান না পায়েল। বিষয়টা তিনি খুব স্বাভাবিকভাবেই নেন। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাকে এ সম্পর্কিত প্রশ্ন করা হয়। উত্তরে পায়েল বলেন, ‘সম্পর্ক ভাঙলে দিনের পর দিন বসে চোখের জল ফেলার মানুষ নই আমি। তার মানে আমার অনুভূতি নেই, এটাও ভাববেন না। যে সম্পর্ক আমায় কষ্ট দিচ্ছে তার থেকে সরে এসে কেন নতুন করে খারাপ থাকতে যাব! ওখানে কোনো অনুভূতি নেই বলেই তো সেটা আর নেই। তার জন্য অকারণে কষ্ট পেয়ে লাভ? তার চেয়ে নিজের মতো করে থাকা অনেক ভালো।’
তিনি আরও বলেন, ‘সেই ১৫ বছরের অনুভূতি কি এই বয়সে আর আছে? তাতেও তো বদল ঘটে গিয়েছে। পরিণতমনস্ক হয়েছি। শিখেছি, সম্পর্কের থেকে জীবন অনেক বেশি দামি। জীবন থাকলে অনেক মানুষের আনাগোনা থাকবে। যারা সত্যিকারের কাছের, তারা আমায় ঘিরে থাকবেন। যারা থাকার নয়, চলে যাবেন। থেকে যাওয়া মানুষরাই আমার প্রিয়জন। ভেঙে যাওয়া সম্পর্ক থেকে শিক্ষা নেব। সেই ভুলগুলো যাতে আর না করি।’
বিজ্ঞাপন
এদিকে টলিপাড়ায় গুঞ্জন রটেছে, ফের নতুন প্রেমে মজেছেন পায়েল। কিন্তু এ বিষয়ে এখনই মুখ খুলতে চান না তিনি। তার মতে গুঞ্জন নিয়ে কথা বলেলে সেটি আরও শাখা-প্রশাখা গজাবে।
সিনেমার চেয়ে পায়েল আজকাল ওয়েব সিরিজেই ব্যস্ত বেশি। এখন তিনি ডুয়ার্সের চা বাগানে কমেডি গোয়েন্দা সিরিজ ‘একেন বাবু’র শুটিং করছেন। আপাতত এই কাজটিতেই মনোনিবেশ করতে চান দুই বাংলার পরিচিত এই অভিনেত্রী।
আরএসও

