বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মেট্রোরেলে ‘হিরোগিরি’ দেখিয়ে কর্তৃপক্ষের রোষানলে বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলে  ‘হিরোগিরি’ দেখিয়ে কর্তৃপক্ষের রোষানলে বরুণ ধাওয়ান

পর্দায় তারকাদের দুঃসাহসী সব স্টান্ট দেখে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু বাস্তবে হিরোগিরি দেখাতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। মুম্বাই মেট্রো রেলের ভেতরে হাতল ধরে শরীরচর্চা করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার যানজট এড়াতে মেট্রোতে করে একটি প্রেক্ষাগৃহে যাচ্ছিলেন বরুণ। রেলের ভেতর থেকে ভক্তদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করেন। তাতে দেখা যায়, চলন্ত মেট্রোর ভেতরে ওভারহেড মেটালের হাতল ধরে পুল-আপস করছেন অভিনেতা। যা মুহূর্তেই ভাইরাল হয়। অভিনেতার ভক্তরা বিষয়টি বিনোদন হিসেবে নিলেও মেট্রো রেল কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। 


বিজ্ঞাপন


মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানান, ভিডিওতে অ্যাকশন সিনেমার মতো ‘ডিসক্লেইমার’ থাকা উচিত ছিল। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিক আছে, কিন্তু হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়। মেট্রোরেল আইন ২০০২ অনুযায়ী, জরিমানা এমনকি কারাদণ্ডের বিধান রয়েছে। 

কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২ অনুযায়ী এ ধরনের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতি করার আওতায় পড়ে, যা একটি দণ্ডনীয় অপরাধ। অপরাধের গুরুত্ব বুঝে এর জন্য জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।


বিজ্ঞাপন


সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের ‘বর্ডার টু’ সিনেমা। অনুরাগ সিং পরিচালিত সিনেমাটি ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে বরুণের ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি প্রমুখ। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর