একটা সময় ছোটপর্দায় জুটি বেঁধে মুগ্ধতা ছড়াতেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। আজকাল দুজনেই সিনেমা ও ওটিটি মাধ্যমে ব্যস্ত। কিন্তু একসঙ্গে পর্দায় ফেরা হয়নি অনেকদিন। তাই ভক্তদের আক্ষেপের জল প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। এবার তা ঘোচার পালা। কেননা সিনেমায় একসঙ্গে দেখা যাবে নিশো-মেহজাবীনকে।
ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার সিনেমায় দেখা যাবে নিশো-মেহজাবীনকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। প্রযোজক এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
বিজ্ঞাপন
প্রযোজনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সংবাদমাধ্যমকে জানান, সিনেমার মূল দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবছেন তারা। দুজনের সঙ্গে কথাও বলছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে নিশো বর্তমানে বশেষ করেছেন ‘দম’ সিনেমার কাজ। অন্যদিকে মেহজাবীন যুক্ত হয়েছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজে। ‘ক্যাকটাস’ নামের সে কনটেন্টে মেহজাবীনের সঙ্গে দেখা যাবে গায়ক প্রীতম হাসানকে।

