মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আমি ওকে মারলে আমাকেই চড় মারবে, মেয়েকে নিয়ে বললেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

আমি ওকে মারলে আমাকেই চড় মারবে, মেয়েকে নিয়ে বললেন রানী মুখার্জি

স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রানী মুখার্জি। তাই বলে বলিউড থেকে গুটিয়ে নেননি নিজেকে। ছবির সংখ্যা কমে গেলেও ভিন্নধর্মী চরিত্র দিয়ে থাকেন আলোচনায়। বলা যায়, সংসার ও পেশাসমানতালে সামলাচ্ছেন। 

এবার মুখ খুললেন নিজের মেয়েকে নিয়ে। জানালেন তাঁর ‘জেন-আলফা’ প্রজন্মের মেয়েকে রীতিমতো ভয় পান! তাই শাসন করতেও ভাওয় পান! শঙ্কা, মারতে গেলে যদি মাকেই মেরে বসে কন্যা।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে বলেন, “ও আমাকে শাসনও করে। ও হলো জেনারেশন আলফা, তাই ও আমাকে বকাবকি করে আর আমাকে সেটা শুনতেও হয়। কারণ প্রতিটি প্রজন্ম বদলে যায়। যেমন আমি আমার মায়ের কাছে চড় খেতাম, কিন্তু ওর সাথে আমি সেটা করার কথা ভাবতেও পারি না কারণ ও হয়তো উল্টে আমাকেই চড় মেরে দেবে।”

রানীর কথায়, “আমার বাবা (রাম মুখোপাধ্যায়) মারা যাওয়ার পর, আমার অভিনয় নিয়ে ওঁর মতামত পাওয়াটা আমি খুব মিস করি। এটা কঠিন, তবে ঈশ্বর সবকিছুর ভারসাম্য বজায় রাখেন। তিনি আমাকে আমার মেয়েকে দিয়েছেন। ও আমার খুব কাছের এবং আমাকে নিয়ে ভীষণ গর্বিত। আমার মেয়ে আমার বাবার জায়গা নিয়েছে। আজ ও-ই আমার সবথেকে বড় অনুপ্রেরণা। যদিও ও আমার সিনেমা দেখেনি কারণ ও আমার প্রতি খুব বেশি আসক্ত এবং পর্দায় আমাকে কাঁদতে দেখলে ওর খুব কষ্ট হয়, তাই স্ক্রিনে আমাকে দেখা ওর জন্য কঠিন হয়ে পড়ে। ও আমাকে পর্দায় নাচতে এবং হাসিখুশি দেখতেই পছন্দ করে। ও 'হিচকি', 'থোড়া পেয়ার থোড়া ম্যাজিক' এবং 'বান্টি অউর বাবলি' পছন্দ করে। 'কুছ কুছ হোতা হ্যায়' ওর জন্য দেখা খুব কঠিন ছিল, কারণ প্রথম দৃশ্যেই আমি মারা যাই, তাই আমি ওকে তার বেশি আর দেখাতে পারিনি।”

আরও বলেন, “আমি যখন মেকআপ করি, ও আমাকে বলে যে মাম্মা, তোমাকে আমার মায়ের মতো লাগছে না। আবার যখন আমি মেকআপ তুলে ওর কাছে আসি, ও বলে, এখন তোমাকে আমার মায়ের মতো লাগছে।”

রানীকে দেখা যাবে যশরাজ ফিল্মসের জনপ্রিয় মর্দানি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে। এতে আগের মতোই রানীকে দেখা যাবে এসিপি শিবানী শিবাজি রায়ের চরিত্রে। তবে এবারের শিবানী নাকি আগের চেয়ে আরও কঠোর! 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর