শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুতোষ টেলিভিশন নিকেলোডিয়নের শিশু শিল্পী কিয়ানা আন্ডারউড। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

দেশটির পুলিশ নিশ্চিত করেছে, কিয়ানা শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার কাছে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি সেডান গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, গাড়িটি ধাক্কা দেওয়ার পর তাঁকে বেশ কয়েক হাত ছেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।  

পুলিশ জানিয়েছে, কিয়ানার হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। এখন পর্যন্ত চালককে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। 

নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেওয়া কিয়ানা আন্ডারউড শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিকেলোডিয়নের জনপ্রিয় স্কেচ কমেডি শো ‘অল দ্যাট’এর শেষ সিজনে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এছাড়া অ্যানিমেটেড সিরিজ ‘লিটল বিল’ (Little Bill)-এ ফুশিয়া গ্লোভার চরিত্রে কণ্ঠ দিয়ে ব্যাপক পরিচিত পান। 


বিজ্ঞাপন


টেলিভিশনের পাশাপাশি কিয়ানা থিয়েটারেও অভিনয় করতেন। বিখ্যাত মিউজিক্যাল ‘হেয়ারস্প্রে’ (Hairspray)-তে লিটল ইনেজ চরিত্রে অভিনয় করেন। জনপ্রিয় চূড়ায় থাকা অবস্থায় ‘অল দ্যাট’ সিরিজ শেষ হলে শোবিজ থেকে আড়ালে চলে যান। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে একাই বসবাস করছিলেন। 

কিয়ানার মৃত্যুর খবরে ভক্ত এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর