বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মারা গেছেন সোনালি সময়ের জনপ্রিয় অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

মারা গেছেন সোনালি সময়ের জনপ্রিয় অভিনেত্রী 

সোনালি সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবীর আর নেই। বাংলা চলচ্চিত্রের এ কিংবদন্তি গত ১২ জানুয়ারি লন্ডনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন জয়শ্রী কবির।


বিজ্ঞাপন


চলচ্চিত্রাঙ্গনে জয়শ্রীর নাম উচ্চারিত হলেই উঠে আসে কালজয়ী সিনেমা সূর্যকন্যা-এর কথা। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি গত বছর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করে। ছবিটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত নির্মাতা আলমগীর কবীর।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ ও শহর থেকে দূরে। এছাড়াও ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অসাধারণ’ সিনেমায় কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়শ্রী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর