শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্রথম দুই ছবিতে পারিশ্রমিক পাননি, মরণোত্তর সম্মানও চান না ওমর সানী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

রাজ ভাইরাল হওয়ার জন্য ভান্ডামি করছে, দাবি ওমর সানীর

অভিনয়ে আগের মতো নিয়মিত নন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তবে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যের জেরে প্রায় আলোচনায় থাকেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত এবং অভিনয় জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। 

সাক্ষাৎকারে সানী জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুর দিকের ‘চাঁদের আলো’ এবং ‘এই নিয়ে সংসার’ দুইটি সিনেমার পারিশ্রমিক পাননি তিনি। এমনকি শুটিংয়ের সরঞ্জাম বহনকারী গাড়িতে করে সিনেমার আউটডোরে গিয়েছিলেন তিনি।  


বিজ্ঞাপন


ওমর সানী বলেন, ‘এমন সংগ্রাম একজন শিল্পী করতেই পারে। সত্যিকারের অভিনেতা হবার জন্য আমিসহ আরও অনেকেই এরকম অনেক কিছুই বিনা বাক্যব্যয়ে করেছি। কারণ স্ট্রাগল ছাড়া সত্যিকারের শিল্পী হওয়া যায় না।’

ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র ‘অগ্নিপথ’-এ অভিনয়ের জন্য প্রথমবারের মতো ৬০-৭০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সে টাকা দিয়ে সিনেমার কস্টিউম কিনেছিলেন। অভিনেতা তার ক্যারিয়ারের অনেক অজানা গল্প তুলে ধরেছেন রুম্মান রশীদ খানের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের সপ্তম পর্বে। 


বিজ্ঞাপন


শনিবার (১৭ জানুয়ারি) প্রচার হবে এই বিশেষ পর্বটি। সাক্ষাৎকারে সানী জানিয়েছেন, মরণোত্তর পুরস্কার তিনি চান না। যে সম্মান জীবদ্দশায় পাওয়া যায় না, সেটা মৃত্যুর পর পেয়ে লাভ কি?

দীর্ঘ তিন দশকেরও অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ১৭০টির বেশি ছবি। ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমার তালিকায় রয়েছে ‘কুলি’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘চাঁদের হাসি’, ‘আত্ম অহংকার’ এবং ‘মুক্তির সংগ্রাম’।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর