টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। এরইমধ্যে সেবক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগ ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে। বোর্ড পরিচালকের মন্তব্যে ভালোভাবে নেননি প্রাক্তন ক্রিকেটার ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ড পরিচালকের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের কড়া সমালোচনা করে হামিন এক পোস্টে লেখেন, ‘বিশ্বের ১০৯টি ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা বা সদস্যকে কখনও নিজের দেশের খেলোয়াড়দের নিয়ে এমন আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করতে দেখা যায় না। যা বিসিবির এই কথিত পরিচালক নিয়মিত করে যাচ্ছেন। ক্রিকেটে জয়-পরাজয় থাকবেই, বড় দলগুলোও মাঝেমধ্যে অত্যন্ত বাজে খেলে; কিন্তু কোনো বোর্ডই তাদের খেলোয়াড়দের জনসমক্ষে এভাবে নিচু করে না। এর প্রধান কারণ হলো শিষ্টাচার বা সাধারণ সৌজন্যবোধ। যার অভাব এই পরিচালকের মধ্যে স্পষ্টভাবে প্রতীয়মান।’
বিজ্ঞাপন
হামিন যোগ করেন, ‘এম নাজমুল ইসলাম নিজের পদের আচরণবিধি জানেন না। তিনি এই দায়িত্বের জন্য একেবারেই অনুপযুক্ত। এমনকি বোর্ড সভাপতির নির্দেশ অমান্য করার দায়ে তাকে অবিলম্বে বোর্ডের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।’
সবশেষে তিনি লিখেছেন, ‘মনে রাখা প্রয়োজন যে, মাঠের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম আর সাফল্যের কারণেই বিসিবি আজ একটি প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। ফলে বোর্ড তার কর্মকর্তাদের বেতন ও ব্যয়ভার বহন করতে পারছে। ক্রিকেটাররাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছেন। কোনো বোর্ড কর্মকর্তা নন। তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বোর্ড সভাপতির উচিত এই পরিচালকের মুখ বন্ধ করা। একইসঙ্গে তার অপমানজনক মন্তব্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া।’
উল্লেখ্য, ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আজ বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র।
ইএইচ/

