বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অর্জুন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ: মালাইকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

অর্জুন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ: মালাইকা 

প্রায় বছর দুয়েক আগে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিনের আগে গুঞ্জন ওঠে মালাইকা অরোরা সঙ্গে বিচ্ছেদের। বিষয়টি মালাইকার ম্যানেজার গুজব বলে উড়িয়ে দিলেও অভিনেতা বলেছিলেন তিনি সিঙ্গেল। পরে বিভিন্ন সময় দুজন বিচ্ছেদের স্বীকারোক্তি দিলেও এবার অর্জুনকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বললেন মালাইকা। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মলাইকা বলেন, “আমার মনে হয়, ক্রোধ, আঘাত, এগুলি নির্দিষ্ট কিছু সময় পর্যন্তই সীমিত থাকে। প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। আমরা সবাই মানুষ। রাগের অভিব্যক্তি, মনে আঘাত লাগা, হতাশার নানা রূপ আমরা দেখেছি। সেটাই মানুষের প্রকৃতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্তটা সেরে যেতে থাকে। সময় সব ঠিক করে দেয়।”


বিজ্ঞাপন


বিচ্ছেদ পরবর্তী সময় সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, “আলাদা কিছুই হয়নি। আসলে যা-ই হয়ে যাক, ও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বটেই। তবে সত্যিই আমি আমার অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও বেশি বলতে চাই না। ইতিমধ্যেই এ সব নিয়ে অনেক লেখা হয়েছে।”

প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই প্রকাশ্যে আসে মালাইকা-অর্জুনের সম্পর্ক। বিভিন্ন স্থানে অর্জুনের বাহুলগ্না হিসেবে দেখা যেতে থাকে মালাইকাকে। সম্পর্কের ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা। বিচ্ছেদ নিয়েও লুকোচুরি করেননি খুব একটা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর