দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান ও রাফসান সাবাব খান।
গতকাল থেকে বিয়ের কথা শোনা গেলেও মুখে কুলুপ এটে ছিলেন জেফার-রাফসান। অবশেষে বুধবার দুপুর ২টায় সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে নাটকীয়তার অবসান ঘটিয়ে নিজেদের বিয়ের বিষয়টি নিশ্চিত রাফসান ও জেফার।
বিজ্ঞাপন
বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে পোস্টে ক্যাপশনে তারা লিখেছেন, ‘বন্ধু-বান্ধব, পরিবার এবং প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই মুহূর্ত। আমাদের নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি। আজ আমরা আমাদের জীবনকে একসূত্রে বাঁধলাম এবং একসঙ্গে এক সুন্দর অধ্যায়ে পা রাখলাম।’

সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছবিতে দেখা যায়, পানির ফোয়ারার সামনে ঐতিহ্যবাহী পোশাকে হাত ধরে দাঁড়িয়ে আছেন নবদম্পতি। রাফসান পরেছেন সাদা শেরওয়ানি ও লাল শাড়িতে আলো ছড়াচ্ছেন জেফার। প্রকৃতির সবুজ আর জলধারা ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
বিজ্ঞাপন

রাফসানের বুকে নিজের জায়গা খুঁজে নিয়েছেন জেফার।

বিয়ের সাজে মুখোমুখি দাঁড়িয়ে রাফসান-জেফার। চোখে চোখ আর হাতে হাত রেখে দুইজনের মুখে চওড়া হাসি।
ইএইচ/

