বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিচ্ছেদের পর এখন কী করছেন রাফসানের প্রাক্তন স্ত্রী  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

বিচ্ছেদের পর এখন কী করছেন রাফসানের প্রাক্তন স্ত্রী  

প্রায় বছর দুয়েক আগে জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও চিকিৎসক সানিয়া এশার বিবাহবিচ্ছেদ ঘটে। বিয়ের তিন বছরের মাথায় তাঁদের সংসার ভেঙে যায়। বিচ্ছেদের দুই বছর পর আজ বুধবার সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রাফসান। এমন সময়ে অনেকের মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে—কোথায় আছেন বা কী করছেন রাফসানের প্রাক্তন স্ত্রী এশা?

সানিয়া এশার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। বর্তমানে বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ (Este Aesthetic Hospital) কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন। গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেছেন। 


বিজ্ঞাপন


গত ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের সাফল্যের কথা জানান এশা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।’

image

তিনি আরও যোগ করেন, ‘এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এই অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাঁদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি।’


বিজ্ঞাপন


সবশেষে নিজের নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এশা। তিনি লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর