বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কাঁদলেন সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভীনকে নিয়ে শোনালেন যে গল্প

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

কাঁদলেন সাবিনা ইয়াসমিন, ফরিদা পারভীনকে নিয়ে শোনালেন যে গল্প

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্র‍য়াত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের মৃত্যুর পর প্রথম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে গায়িকার হাতেগড়া প্রতিষ্ঠান ‘অচিন পাখি সংগীত একাডেমি’।

ফরিদা পারভীনের স্বামী ও নন্দিত বংশীবাদক গাজী আবদুল হাকিমের সভাপতিত্বে বিশেষ আয়োজনের উদ্বোধন করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।


বিজ্ঞাপন


IMG_20260113_182857_403

কিংবদন্তি লালন সংগীতশিল্পীর জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন আর এক কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ফরিদা পারভীনের স্মৃতিচারণ করে গায়িকা বলেন, “আমি একবার দুইটি লালন গীতি শেখার জন্য ফরিদা পারভীনের বাসায় গিয়েছিলাম। আমাকে এত যত্ন করে গান শেখাল মনে হলো যেন আমি একটা ছোট বাচ্চা মেয়ে। বাচ্চাদেরকে যেভাবে শেখাতেন ঠিক সেভাবে যত্ন করে সুন্দরভাবে আমাকে লালনগীতি শেখালেন। সেই স্মৃতি কখনোই ভুলব না। তিনি শুধু লালন গীতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। আধুনিক গান, নজরুল গীতি, দেশের গান গেয়েছেন। ‘এই পদ্মা, এই মেঘনা’ গানের কথা তো কোনোদিন ভুলব না, কেউই ভুলবে না।”

সাবিনা ইয়াসমিন আরও বলেন, ‘ফরিদা কত বড় শিল্পী ছিলেন আমরা প্রত্যেকেই জানি। বিদেশিদের সামনে লালনকে তুলে ধরেছেন। এর আগে কোনো শিল্পী লালনকে এরকমভাবে তুলে ধরতে পারেননি। ফরিদা যখন লালনগীতি গাওয়া শুরু করল তার আগে আমরা লালনের গান তেমন শুনতাম না। শুনতে পেতাম না। কারণ এমন কোনো শিল্পী ছিলেন না যিনি শুধু লালন সংগীতই পরিবেশন করেন। হয়তো টুকটাক দুই-একজন করতেন কিন্তু ফরিদা আসার পর থেকে যেভাবে লালনের গানের প্রসার শুরু হলো সেটা একটা আশ্চর্যের ব্যাপার। এত সুন্দর সুললিত কণ্ঠ, দরাজ গলায় মিষ্টি করে গান গাওয়া, গানের মধ্যে ডুবে যাওয়া সেটা ফরিদার পক্ষেই সম্ভব ছিল। আর মানুষ হিসেবেও এত বিনয়ী, নম্র, ভদ্র। এক কথায় তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।’


বিজ্ঞাপন


IMG_20260113_182835_541

সবশেষে অশ্রুসিক্ত হয়ে সাবিনা বলেন, ‘এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হবে এবং ফরিদা সম্পর্কে এভাবে কথা বলতে হবে। যাই হোক সবই আল্লাহর ইচ্ছা। আমরা সবাই দোয়া করব। দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আপনারা সবাই ফরিদার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোত্তম জায়গায় রাখেন।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর