বলিউডে অনেক দিন হলো অনিয়মিত আনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে ফেরার কথা থাকলেও সাড়াশব্দ নেই। এবার গুঞ্জন, বলিউড ছাড়ছেন অভিনেত্রী। আগুন উসকে দিয়েছেন নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন বিরাটপত্নি। ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘মাতৃত্বসুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’
বিজ্ঞাপন
অভিনেত্রীর এমন পোস্ট দেখেই গুঞ্জন শুরু। নেটিজেনদের জিজ্ঞাসা, তবে কি পাকাপাকিভাবে বি-টাউন ছাড়ছেন আনুষ্কা? সেসবের কোনো জবাব তিনি দেননি। যদিও অনেক দিন ধরে বলিউডে তার বিচরণ নেই বললেই চলে।
দুই সন্তানের মা আনুষ্কা এখন সংসার সামলানোয় সময়ের সবটুকু খরচ করছেন। পাশাপাশি আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন বর্তমানে। মাঝেমধ্যেই তাদের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে দেখা যায়। তবে বলিউডের কোনো হাইপ্রোফাইল পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত ছয়-সাত বছরে আনুষ্কাকে দেখা যায়নি। এবার যেন বলিউড ছাড়ার ইঙ্গিত অভিনেত্রীর।

