শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের বাবা-মা হতে যাচ্ছেন আনুশকা-বিরাট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

ফের বাবা-মা হতে যাচ্ছেন আনুশকা-বিরাট

বিরাট কোহলি ও আনুশকা শর্মার সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে। তাদের ঘর আলো করে রেখেছে দুই বছরের কন্যা ভামিকা কোহলি। এরইমধ্যে আনুশকা-বিরাট জানালেন ফের বাবা-মা হতে চলেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গত কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেসময় বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন। এবং পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই খবর ধীরে ধীরে রটেছে।


বিজ্ঞাপন


সূত্রের খবর, কোহলি দম্পতি আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন আনুশকা-বিরাট। ইতালির মিলানে বেশ ধুমধাম করে হয়েছিল সে বিয়ে। ২০২১ সালে প্রথম সন্তানের জন্ম দেন আনুশকা। তার দুই বছর যেতেই নতুন অতিথি আসছে বিরুস্কার ঘরে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর