মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নয়নতারার সিনেমা দেখতে এসে হার্ট অ্যাটক করে মারা গেলেন ভক্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

নয়নতারার সিনেমা দেখতে এসে হার্ট অ্যাটক করে মারা গেলেন ভক্ত

দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী এবং নয়নতারা অভিনীত তেলেগু ছবি ‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। গতকাল সোমবার মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। তবে সফলতার আনন্দ দীর্ঘ হওয়ার আগেই বিষাদের সংবাদ। প্রেক্ষাগৃহে প্রিয় তারকার সিনেমা উপভোগ করাতে এসে প্রাণ হারিয়েছে এক ভক্ত।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, হায়দরাবাদের কুকাটপল্লির অর্জুন থিয়েটারে ঘটনাটি ঘটে। গতকাল সিনেমা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই দর্শক। পুলিশের ধারণা, সিনেমা দেখার সময় হার্ট অ্যাটাকের শিকার হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। হল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে। তাদের ভাষ্যমতে, ‘সাধারণত ভৌতিক বা টানটান উত্তেজনার সিনেমা দেখার সময় হার্ট অ্যাটাকের খবর পাওয়া যায়। কিন্তু এটি একটি পারিবারিক গল্পের ছবি (ফ্যামিলি ড্রামা) হওয়া সত্ত্বেও এমন ঘটনা সবাইকে হতবাক করেছে।’

ভক্তের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই থিয়েটারের উচ্চ শব্দমাত্রাকে মৃত্যুর কারণ হিসেবে দায়ী করছেন। নেটিজেনদের দাবি, সম্প্রতি সিনেমার সাউন্ড এফেক্টসের মাত্রা এতটাই বেশি থাকে যে তা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। একজন লিখেছেন, ‘দয়া করে থিয়েটারে সাউন্ড ডিবি পরীক্ষা করুন। সাম্প্রতিক সিনেমাগুলোতে সাউন্ড এফেক্টের মাত্রা ঠিক নেই।’ 


বিজ্ঞাপন


‘মানা শঙ্কর ভার প্রসাদ গারু’ ছবির মাধ্যমে দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। ফলে অভিনেতার ভক্তদের মধ্যে বাড়িতে উন্মাদনা কাজ করছে। প্রতিবেদনটি প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত সিনেমাটি ৩০ কোটির বেশি আয় করেছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর