শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

নিজের যে নামে আপত্তি নয়নতারার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

নিজের যে নামে আপত্তি নয়নতারার

দক্ষিণী সিনেমা অঙ্গনের লেডি সুপারস্টার বলা হয় নয়নতারাকে। তবে এতে আপত্তি অভিনেত্রীর। তকারণ জানিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন একটি পোস্ট। 

এরপর থেকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে না ডাকা হয়। এরকম উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া ওই পোস্টে নয়ন লেখেন, ‘‘আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।’’

nt-20230224180406

তাই বলে যে লেডি সুপারস্টার বিশেষণে অভিনেত্রী নাখোশ তা কিন্তু না। বিষয়টিকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। তবে তিনি মনে করেন এই উন্মাদনা মানুষকে প্রকৃত পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। 

তার কথায়, ‘‘ভবিষ্যৎ সব সময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।’’

nayanthara_20230921_133501194_(1)

এদিকে মুক্তির অপেক্ষায় আছে নয়নের সিনেমা ‘টেস্ট’। ওটিটির জন্য বানানো হয়েছে সিনেমাটি। এখনও নির্ধারিত হয়নি মুক্তির তারিখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর