‘ফিল্ড অফ ড্রিমস’ ও ‘থার্টিসামথিং’ খ্যাত হলিউড অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। নিউ মেক্সিকোর আলবুকার্কর একটি আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০২৪ সালের ৪ জানুয়ারি দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানায় জারি করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হাসপাতালের একজন চিকিৎসক পুলিশকে বিষয়টি অবহিত করলে এ মামলার তদন্ত শুরু হয়। আদালতের নথিপত্র এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘দ্য ক্লিনিং লেডি’ সিরিজে অভিনয় করা দুই শিশু শিল্পীকে যৌন হেনস্তা করেন বাসফিল্ডের।
পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাসফিল্ড শিশুদের ছবি তোলার সময় খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেন। তিনি শিশুদের পেট ও পায়ে সুড়সুড়ি দিতেন। শিশুরা অস্বস্তি প্রকাশ করালেও তিনি একই আচরণ চালিয়ে যেতেন। পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগটি হলো, সাত বছরের একটি শিশুকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন।
:max_bytes(150000):strip_icc():focal(1086x471:1088x473)/Timothy-Busfield-Melissa-Gilbert-tout-011026-02-8b569e44b77144c5a005c6c186d3fc14.jpg)
এখন পর্যন্ত বাসফিল্ডকে আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যম ‘এবিসি’ নিউজ জানিয়েছে, অভিনেতা এবং তার স্ত্রী মেলিসা গিলবার্টের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে টিমোথি বাসফিল্ড অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে ৭০০-এর বেশি কাজ করেছেন। ‘থার্টিসামথিং’ সিরিজে এলিয়ট ওয়েস্টন চরিত্রে অভিনয়ের জন্য তিনি এমি পুরস্কার জিতেছিলেন। এছাড়া ‘স্ট্রাইপস’, ‘স্নিকার্স’ ও ‘কুইজ শো’-এর মতো জনপ্রিয় সিনেমায়তে অভিনয় করেছেন।
ইএইচ/

