ফরাসি চলচ্চিত্র অভিনেতা জেরাড দেপারদিউয়ের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্যারিসের একটি আদালাত ৭৬ বছর বয়সী অভিনেতাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ ছবির শুটিং চলাকালে দেপারদিউ দুই নারী সহকর্মীকে হেনস্তা করেন। তাদের মধ্যে একজন ওই ছবির সহকারী পরিচালক, অন্যজন সেট ডিজ়াইনার।
বিজ্ঞাপন

প্রাথমিকভাবে অভিনেতা অভিযোগ অস্বীকার করলেও আদালত জানিয়েছে, উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, শুটিংয়ে দেপারদিউ একাধিক বার তাদের অশ্লীল স্পর্শ করেছেন।
ফরাসি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, ভেঙে পড়েছেন মল্লিকা
এদিকে অভিযোগকারীর আইনজীবী বলেন, ‘আজকের জয় শুধু দুই অভিযোগকারীর জয় নয়, বরং ওই সেটে থাকা সমস্ত নারীদের জয়। শুধু তা-ই নয়, আমি তো ভাবছি সেই সব নারীর কথা, যারা কোনো না কোনো সময় দেপারদিউয়ের হেনস্তার শিকার হয়েছেন।’
বিজ্ঞাপন

অভিনেতার আইনজীবী বলেন, ’আদলতের রায়ের বিরুদ্ধে আফিল আবেদন করবেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিনেতা।’
প্যারিসের আদালত এই রায়ে দুই নারীকে ১ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছে।
কান চলচ্চিত্র উৎসব ২০২৫: পর্দা উঠলো ৭৮তম আসরের
বলে রাখা ভালো, ‘দেপারদিউ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন, ‘ট্যাংগো’,’ব্যাড লাক’, ‘এ ফিউ আওয়ার সানলাইট’, ‘সুগার’, ‘বাই বাই মাঙ্কি’র মতো জনপ্রিয় ছবি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন গোল্ডেন গ্লোব সহ বহু আন্তর্জাতিক পুরস্কার।
ইএইচ/

