রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নগ্ন অবস্থায় গাছে চড়লেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

নগ্ন অবস্থায় গাছে চড়লেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল 

নিজের নগ্নরূপ প্রকাশ করা বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের কাছে নতুন কিছু না। এর আগেও বিবস্ত্র ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফের করলেন। নগ্ন অবস্থায় গাছে চড়তে দেখা গেছে অভিনেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। সেখানেই দেখা যায় বিদ্যুৎকে নগ্ন হয়ে প্রকৃতির মাঝে বিচরণ করতে। গায়ে সুতোটুকু নেই। কখনও গাছে চড়ছেন, কখনও আবার নদীতে নামছেন, আবার নগ্ন অবস্থায়-ই বানাচ্ছেন তিনি। 
বিদ্যুৎকে এরকম রূপে দেখে নড়েচড়ে বসেছেন নেটাগরিকেরা। কেউ লিখেছেন, ‘উনি ঠিক আছেন তো?’, কেউ আবার বলেছেন, ‘উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ’, কেউ আবার বলেছেন, ‘একটা পোশাক পরেও তো গাছে চড়া যেত।’

vidyut-3

সেসবের বিপরীতে কিছু না বললেও নিজের ভিডিওর ক্যাপশনে নগ্নতার কারণ জানিয়েছেন। লিখেছেন, ‘একে বলে কালারিপায়াত্তু। আমি প্রতি বছর নির্দিষ্ট একটা সময় এভাবেই প্রকৃতির মাঝে কাটাই। এটাকে বলে সহজা। এর অর্থ হলো প্রকৃতির মধ্যে সহজাত ভাবে জীবনযাপন। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগস্থাপন। আমি এটা গেল ১৪ বছর ধরে করছি। প্রতি বছর সাত দশ দিন এভাবেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমি।’

বছর দুয়েক আগেও কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন বিদ্যুৎ। ছবিগুলোর কোনোটায় তাকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা গিয়েছিল। অন্য এক ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে গোসল করছিলেন। আর প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় তাকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর