‘কেজিএফ’ ছবিতে অভিনয় করে গোটা উপমহাদেশ নেড়েচেড়ে দিয়েছেন যশ। বর্তমানে ভারতের নামী তারকাদের একজন তিনি। তবে শুরুটা এত মসৃণ ছিল না। বাস চালক বাবার ছেলে যশকে ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে এই অবস্থানে আসতে হয়েছে। আজ ৮ জানুয়ারি তার জন্মদিন। চলুন জেনে নেওয়া যাক ৪১-এ পা রাখা যশের সম্পত্তির পরিমাণ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যশ বর্তমানে ৫৩ কোটি রুপি সম্পত্তির মালিক। অভিনেতার মাসিক আয় ৫৫-৬০ লক্ষ। অর্থাৎ বার্ষিক আয় ৭-৮ কোটি। একেকটি ছবির জন্য মোটা অংকের পারিশ্রমিক নেন তিনি। ২০-২৫ কোটির মতো।

বিলাসবহুল জীবনযাপন ভালোবাসেন যশ। বেঙ্গালুরুতে বিলাসবহুল এলাকায় ডুপ্লেক্স আবাসনে থাকেন। গ্যারেজে রয়েছে মার্সিডিজ় বেন্জ়, অডি, বিএমডব্লিউ-এর গাড়ি। অভিনয়ের পাশাপাশি সমাজসেবাও করেন। নিজের স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে তার।
বর্তমানে যশের হাতে রয়েছে দুটি বড় বাজেটের ছবি। একটি হচ্ছে নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’। এই ছবিতে তাঁকে দেখা যাবে রাবণের চরিত্রে। ‘টক্সিক’-এও দেখা যাবে যশকে।

