মুক্তির মিছিলে রয়েছে রামায়নের ওপর নির্মিত সিনেমা ‘আদিপুরুষ’। এরইমধ্যে রামায়নের ওপর আরও একটি ছবির কাজ শুরু হয়েছে। এতে রাম-সীতার ভূমিকায় থাকবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।
এ ছবিতে রাবণ চরিত্রের জন্য ভাবা হয়েছিল কেজিএফ তারকা যশকে। কিন্তু আলিয়া-রণবীরের এ ছবিতে কাজ করতে রাজি নন যশ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিজ্ঞাপন
বি-টাউন সূত্রের পাওয়া খবর অনুযায়ী নীতেশ তিওয়ারির রামায়ণে রাবণের ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেছেন যশ। শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির চিত্রনাট্য খুব পছন্দ হয়েছিল যশের। কিন্তু এই মুহূর্তে তিনি ইচ্ছাকৃতভাবে নেতিবাচক ভূমিকা থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তিনি মনে করেন যে, এই মুহূর্তে নেতিবাচক ভূমিকায় দেখলে তাঁর ফ্যানেরা হতাশ হতে পারে।
এদিকে রামায়নের গুরুত্বপূর্ণ চরিত্রে যশ অভিনয় করতে যাচ্ছেন। কথাটি শুনে বেশ উত্তেজিত হয়েছিলেন যশের অনুরাগীরা। অনেকে উৎসাহী হয়েছিলেন পর্দায় রণবীরের বিপরীতে যশকে দেখবেন বলে। তবে এবার মনে করা হচ্ছ ফ্যানেদের সেই আশা পূরণ হবে না।

