শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হুগো শাভেজ, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স বাবার বন্ধু, দাবি মেঘনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

হুগো শাভেজ, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স বাবার বন্ধু, দাবি মেঘনার

সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন তিনি। রাজনীতি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ও মন্তব্যের জেরে প্রায় সংবাদের শিরোনাম এই মডেল। 

বুধবার (৭ জানুয়ারি) এক পোস্টে মেঘনা দাবি করেন, বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে হুগো শাভেজ, লুলা, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স তাঁর বাবার বন্ধু হন।


বিজ্ঞাপন


তিনি লেখেন, ‘ছোটবেলা থেকেই আমি রাজনৈতিক পরিবারের পরিবেশে বেড়ে উঠেছি। বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষক যেমন হুগো সাভেজ, লুলা, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স সবাই আমার বাবার বন্ধু।’ 

image

তিনি আরও বলেন, ‘আমি যে ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছি, তারই সহপাঠী নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করার সময় আমার পরিচয় হয়েছে মেরি রবিনসন এবং শেখা হয়েছে মেগান মার্কেলের কাছেও।’ 


বিজ্ঞাপন


সবশেষে মেঘনা লিখেছেন, ‘আজকের বিশ্ব অত্যন্ত সংযুক্ত, আর আমাদের জন্য প্রয়োজন কেবল অন্য দেশের দয়ার ওপর নির্ভর করা নয়, বরং নিজের দেশের বৈশ্বিক প্রভাব তৈরি করা।’

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। তবে তিনি আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’কে ঘিরে। মেঘনা সেই রাষ্ট্রদূতকে ‘স্বামী’ বলে দাবি করেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর